rain
Parul

মহানগর ডেস্ক:  মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১৫ দিন আগেই মধ্য ও উত্তর ভারতে বিস্তৃর্ণ অঞ্চলে বর্ষা ঢুকেছে। সোমবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর, পশ্চিমাঞ্চলেও দ্রুত বর্ষা খুব তাড়াতাড়ি ঢুকবে বলে জানা গিয়েছে। চাষের সময় এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে বর্ষা ঢোকার খবর কৃষকদের মনে খুশির হাওয়া নিয়ে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষা আগাম আসার জেরে ধান, তুলা, নানা রকম ডালের চাষ ভালো হবে।

ads

প্রতিবছর সাধারণ ১ জুন কেরলে বর্ষা ঢোকে। এবছর কেরলে ৩ জুন কেরলে বর্ষা ঢোকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে ২৫ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। দেশের অর্থনীতি কৃষির ওপর অনেকটা নির্ভর করে। সেক্ষেত্রে এই বর্ষা চাষিদের সঙ্গে দেশবাসীর মনে আশী আলো নিয়ে আসছে, তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণ পশ্চিম ভারতে ইতিমধ্যে ধান, তুলো, সোয়াবিন ও বিভিন্ন ডালের চাষ শুরু হয়ে গিয়েছে। মধ্য ও উত্তর ভারতে চলতি সপ্তাহে চাষ শুরু হয়ে যাবে। অন্যান্য বছরের তুলনায় এবারের বেশি চাষ হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here