Home Featured নিজেদের দেশের বানানটাই টুইটারে ভুল লিখল পিসিবি, ধুয়ে দিল নেটাগরিকরা

নিজেদের দেশের বানানটাই টুইটারে ভুল লিখল পিসিবি, ধুয়ে দিল নেটাগরিকরা

0
নিজেদের দেশের বানানটাই টুইটারে ভুল লিখল পিসিবি, ধুয়ে দিল নেটাগরিকরা
Parul

মহানগর ওয়েবডেস্ক: গত রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য লন্ডন উড়ে যায় পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটারে হ্যান্ডেলে ক্রিকেটারদের দেশ ছাড়ার বার্তা দিতে গিয়ে মারাত্মক ভুল করে বসে। পাকিস্তানের বদলে তারা নিজেদের দেশের নাম লিখল ‘পাকিয়াতান’।
প্রায় এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর টনক নড়ে পাক বোর্ডের। তারপর এই ভুল শোধরায় তারা। ততক্ষণে নেটাগরিকরা স্ক্রিনশট নিয়ে সেই টুইটারে ঝড় তুলে দেয়।

অগাস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। ৮ জুলাই থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে। এই সিরিজ শেষ হলেই মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

এই সিরিজে এক নতুন ভুমিকায় দেখা যাবে প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খানকে। দলের ব্যাটিং কোচ হিসেবে পাক দলের সঙ্গে নয়া ইনিংস শুরু করছেন তিনি। কিট ব্যাগের ছবি টুইট করে তিনি লিখেছিলেন, সকলের জন্য প্রার্থনা করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here