The South African cricket team has been asked to self-quarantine for the next 14 days

মহানগর ওয়েবডেস্ক: করোনার জেরে সিরিজের মাঝপথেই ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন কুইন্টন ডি’ককরা৷ দেশে ফেরার পরেই তাঁদের ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)৷

আপাতত কোয়ারেন্টিনে থাকবে টিম৷ এমনটাই পরামর্শ দিয়েছে সিএসএ-র মুখ্য মেডিক্যাল অফিসার ডাক্তার মাঞ্জরা৷ যদি ক্রিকেটারদের মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা যায়, তাহলে তাদের ক্লিনিক্যাল টেস্টিং করবে প্রোটিয়া বাহিনীর ডাক্তাররা৷

দক্ষিণ আফ্রিকার স্থানীয় মিডিয়ায় ডাক্তার মাঞ্জরা বলছেন, “আমরা প্লেয়ারদের বলেছি অন্তত ১৪ দিনের সেলফ আইসোলেশনে যেতে৷ আমার মনে হয় তাদের চারপাশের মানুষজন, পরিবার-পরিজন ও সম্প্রদায় থেকে সুরক্ষিত রাখার এটাই প্রকৃত পথ৷ এই সময়ের মধ্যে যদি ক্রিকেটাদের মধ্যে কোনও করোনার লক্ষণ দেখা যায় আমরা নিশ্চিত ভাবে তাদের পরীক্ষা করব এবং নিয়ম মেনেই চলব৷ আমাদের প্লেয়ারদের অনেকেই ভারতে মাস্ক পরেছিল, আবার অনেকে পরেনি৷ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু আইসোলেশনের পথেই হাঁটছি আমরা৷”

ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিলেন ফাফ দুপ্লেসি ও ডি’ককরা৷ প্রথম ম্যাচটি ধরমশালায় অনুষ্ঠিত হয়েছিল৷ কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ধুয়ে যায়৷ এরপর লখনউ ওয়ানডে খেলার আগেই বিসিসিআই ও সিএসক যৌথভাবে সিদ্ধান্ত নেয় সিরিজ বাতিলের৷ এরপর লখনউ থেকে কলকাতা হয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যায় কক অ্যান্ড কোং৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here