kolkata news

 

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে বন্ধ কারখানায় চুরি নুতুন কোনও ঘটনা নয়। কিন্তু লকডাউনের সময় কারখানা বন্ধ থাকাকালীন অবস্থায় চুরির ঘটনায় এবার উত্তেজনা শহর দুর্গাপুরেl কোকওভেন থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করলl উদ্ধার করা হল চুরি যাওয়া প্রায় লক্ষাধিক টাকার জিনিস। এর মধ্যে রয়েছে পাঁচটি তামার মলকিউব ও তামার যন্ত্রাংশ, আটক করা হয়েছে একটি রয়েল এনফিল্ড বুলেটl

গত ১৬ তারিখ অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে অমিত মেটালিক্স নামে একটি বেসরকারি কারখানায় চুরির ঘটনা ঘটেছিলl  তদন্তে নেমে কোকওভেন থানার পুলিশ প্রথমে সুনীল সাউ ও প্রমোদ চৌধুরীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর এই দুই দুষ্কৃতীকে জেরা করে মঙ্গলবার গভীর রাতে সরোজ কুমার বিন, মৃত্যুঞ্জয় ধীবর ও মহম্মদ কওসর গ্রেফতার করেl

বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে এই তিন অভিযুক্তকে তোলা হয়। তবে প্রথমে যে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছিল, তাদের বুধবার জামিনে মুক্তি দেওয়া হয়l কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস জানিয়েছেন, মঙ্গলবার রাতে ধৃত তিন জনকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। এই রয়েল এনফিল্ড বুলেটটি তার বলে জানা গেছেl

অপরাধের কাজে দুষ্কৃতীরা এই বাইকটি ব্যবহার করত বলে পুলিশ জানতে পেরেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে রাজি হয়নিl আসানসোল-দুর্গাপুর পুলিশের এই কাজে খুশি এলাকার মানুষl অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের তরফে সঞ্জয় সিং জানিয়েছেন, পুলিশ যে কাজ করেছে তার জন্য কৃতজ্ঞ আমরা। তবে দুষ্কৃতী তাণ্ডবের বিষয়টি তাদের ভাবাচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here