ডেস্ক: দুজনের ঝগড়াতে বলিউড প্রায় দ্বিধাবিভক্ত ছিল। এবারে দুজনের বন্ধুত্বতে বলিউডে ফের খুশির হাওয়া। কোথা হচ্ছে সলমান-শাহরুখ জুটিকে নিয়ে। করণ-অর্জুন কবে হবে তাঁর ঠিক নেই। তবে একে ওপরের সিনেমাতে উপস্থিত থাকছেন দুজনেই। গত বছরেই সলমান অভিনীত ‘টিউবলাইটে’ ক্যামিও চরিত্রে ছিলেন শাহরুখ। এবছরেই নাকি সেই প্ল্যান আছে তাঁর মাথায়। আসলে পরিচালক আনন্দ এল রাই সিনেমায় গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে শাহরুখকে অভিনয় করতে। সেই সিনেমাতেই একটি গান প্রমোশনের জন্য সলমানের আগামী সিনেমা ‘রেস থ্রি’ মুক্তির দিন বড় পর্দায় দেখানো হবে।
যেখানে সলমান ও শাহরুখ দুজনেই পা মেলাবেন এই গানে। শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমায় ক্যামিও করছেন অনেকে। শ্রীদেবীকেও দেখা যাবে এই সিনেমায়। সেই সিনেমাতেই ক্যামিও করবেন সলমান। শাহরুখের প্ল্যান অনুযায়ী ‘রেস থ্রি’ সিনেমা শুরুর আগে ‘জিরো’ সিনেমার প্রমোশন ভিডিওতে নাচবেন সলমান-শাহরুখ। যেটা তাঁদের ভক্তদের কাছে সেরা ঈদের উপহার হবে বলে মনে করছেন অনেকে। শাহরুখ এই রকম একটি গ্র্যান্ড ডিজিটাল মুক্তি চাইছিলেন। যেটা সলমানের হাত ধরে পূর্নতা পেতে চলেছে। ‘জিরো’ সিনেমা মুক্তি পাবে চলতি বছরে ডিসেম্বর মাসে। শাহরুখ ছাড়াও এখানে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকে।