kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ৩ এনআইএ কর্তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ৷ বদলি করে দেওয়া হল ৩ এনআইএ আধিকারিককে৷ এই তিনজনের মধ্যে একজন আধিকারিক ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণের তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন৷

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের মত সন্ত্রাসবাদীদের আর্থিক মদত সংক্রান্ত একটি মামলায় এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে এই তিন জন আধিকারিকের বিরুদ্ধে৷ অন্য একটি মামলায় ব্যাভিচারের অভিযোগ পেয়ে এই তিন অফিসারের বিরুদ্ধে তদন্তে নামে এনআইএ৷ সেইসময়ই এনআইএ হাতে উঠে আসে নতুন তথ্য৷ সন্ত্রাসবাদীদের আর্থিক মদত যোগাচ্ছে জানতে পেরে এক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্ত তিন আধিকারিকের বিরুদ্ধে ৷ এরপরই তাদের বদলির নির্দেশ দেয় এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

এই তিন আধিকারিকের মধ্যে রয়েছেন একজন এসপিও৷ টেরর ফান্ডিং মামলায় অভিযুক্ত ওই ব্যবসায়ী জানিয়েছে তাঁর কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন ওই তিন কর্তা৷ প্রায় একমাস আগে যখন ওই তিন আধিকারিক পাক জঙ্গি সংগঠন ফলাহ-ই-ইনসানিয়তের ওপর তদন্ত করছিল সেই সময়ই তাদের বিরুদ্ধে অভিযোগ আসে এনআইএর কাছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, জিরো টলারেন্স নীতি মেনেই ঘটনার তদন্ত করা হবে৷ দোষীসাব্যস্ত হলে কঠোরতম শাস্তি দেওয়া হবে তাদের৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here