kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আবারও বন্দুকের গুলির শব্দেই ঘুম ভাঙল ভূস্বর্গের। বৃহস্পতিবার ভোর রাতে শ্রীনগরের বাতামালুতে জঙ্গিদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই ঘটনায় ইতিমধ্যেই তিন জঙ্গিকে খতম করেছেন ভারতীয় জওয়ানরা। যদিও ঘটনায় তিন জওয়ানও আহত হয়েছেন। এখনও এনকাউন্টার চলছে।

সূত্রের খবর, গোপন সূত্র মারফত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা জানতে পারেন বাতামালুর ফিরদৌসাবাদে কিছু জঙ্গি লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গেই ভারতীয় সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী সেখানে পৌঁছে যায়। শুরু হয় কর্ডন ও সার্চ অভিযান। যখন মোটামুটি জঙ্গি ডেরার কাছে পৌঁছে যান জওয়ানরা, তখনই অতর্কিতে বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

প্রাথমিক ধাক্কা সামলে নিয়েই পাল্টা জবাব দিতে শুরু করেন জওয়ানরা। একে একে তিন জঙ্গির বুক ফুঁড়ে দেয় ভারতীয় সেনার বুলেট। যদিও ঘটনায় দুই সিআরপিএফ ও এক সেনা জওয়ান আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুই পক্ষর গুলির লড়াইয়ের মাঝে পরে স্থানীয় এক মহিলারও মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গতকালও পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছিল। এর আগে ৪ সেপ্টেম্বর বারামুল্লায় দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here