Home Featured শিশুর শরীরে ঢেলে দিল গরম তরকা, অভিযোগ ফার্স্টফুড বিক্রেতার বিরুদ্ধে।।

শিশুর শরীরে ঢেলে দিল গরম তরকা, অভিযোগ ফার্স্টফুড বিক্রেতার বিরুদ্ধে।।

0
শিশুর শরীরে ঢেলে দিল গরম তরকা, অভিযোগ ফার্স্টফুড বিক্রেতার বিরুদ্ধে।।
Parul

মহানগর ডেস্ক: অমানবিকতার প্রশ্ন উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার ৪২০ মোড়ের এক দোকানদারের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। এক শিশুর গায়ে গরম তরকা ঢেলে দেওয়ার কারণে উঠেছে এই অভিযোগ। 

 

মালদায় এক শিশুর শরীরে গরম তরকা ফেলে পোড়ানোর অভিযোগ এই ফার্স্টফুড বিক্রেতার বিরুদ্ধে। দোকানের সামনে দাঁড়িয়ে আখ খাওয়ার কারণে এবং আখের খোসা ফেলার কারণে এইরকম শাস্তি। 

 

আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ট্রাফিক পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, ওই শিশুর নাম বিশু শীল। বয়স ১০- এর এই শিশুটির বাড়ি পুরাতন মালদার নলডুবি এলাকায়। গরিব পরিবারের সন্তান সে। শহরের রাস্তায় বাদাম ফেরি করে বেড়ায়। মঙ্গলবার সন্ধের দিকে সুকান্ত মোড়ে এক ফার্স্টফুডের ঠেলাগাড়ির সামনে সে আখ খাচ্ছিল। ওই সময় আখের খোসা পড়ে যায় দোকানের সামনে। এরপরই ওই দোকানের অভিযুক্ত মালিক গরম তরকা ফেলে দেয় তার শরীরে। শরীরের বেশ কয়েকটি জায়াগায় পুড়ে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে ট্রাফিক পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here