নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ ও মেদিনীপুর: সোমবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ব্যাতিক্রম নেই কোথাও। সঙ্গে চলছে বজ্রপাত ও তুমুল বেগে ঝড়। কালবৈশাখী প্রকোপ থেকে বাদ নেই মুর্শিদাবাদও। সেখানে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের।
জানা গিয়েছে, মুর্শিদাবাদে সোমবার সকালে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের নাম ধনঞ্জয় ঘোষ (৪৫) এবং গাজী বিশ্বাস (৬৫)। মৃত ধনঞ্জয় ঘোষের বাড়ি দৌলতাবাদ থানার ঘোষপাড়া গ্রামে, অপরজন গাজী বিশ্বাস-এর বাড়ি ডোমকল থানার রঘুনাথপুর গ্রামে।
অন্যদিকে, পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোনা টাউনেও সকাল থেকে প্রচন্ড ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। সেখানে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এক মহিলার ,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১।
প্রবল ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ, মাটির ঘর ভেঙে পড়েছে। আম,কাঠালের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ধান, তিল-এর মত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।