ডেস্ক: বাঘী-২ মুক্তির পর বক্স অফিসে ভালো সারা পায়। টাইগার শ্রফের অভিনয় নিয়েও সমালোচকরা যথেষ্ট প্রশংসা করে। তবে টাইগার শ্রফের ড্রিম প্রজেক্ট নিয়ে এবার চূড়ান্ত হল দিনক্ষন। ‘র্যাম্বো’ সিনেমার মুক্তির দিন ঠিক হয়েছে আগামী ২০২০ সালের ২ অক্টোবর। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টাইগার শ্রফের পাশাপাশি হৃত্বিক রোশন এবং বাণী কাপুরকে। কয়েকদিন আগেই এই সিনেমার প্রথম পোষ্টার প্রকাশ্যে আসে। যেখানে টাইগারকে বেশ মানায়। যেটি দর্শকের কাছে আকর্ষনের মূল কেন্দ্রবিন্দু হিসাবেও পরিচিত হয়। কিন্তু মাঝপথেই শুটিং বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা দানা বাঁধে।
তবে এদিন প্রযোজনা সংস্থা জানিয়েছেন যে ওই দিনেই মুক্তি পাবে সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জীবনি নিয়ে বানানো এই সিনেমা ২০২০ সালে মুক্তি পাবে। তুখর অ্যাকশন ধর্মী এই সিনেমায় আসল ‘র্যাম্বো’ সিনেমা থেকে অনুপ্রাণিত বলে জানা গিয়েছে। যেখানে প্রচুর যুদ্ধের ঘটনাও দেখানো হতে পারে বলে জানা গিয়েছে। টাইগার আপতত ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার শুটিং নিয়ে যেটি এই বছরেই মুক্তি পাবে। অপরদিকে হৃত্বিক ব্যস্ত আছেন তাঁর আগামী সিনেমা ‘সুপার থার্টি’ নিয়ে যেটি আগামী বছরেই মুক্তি পাবে বলে জানা গিয়েছে।