নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর: পঞ্চায়েত ভোটকে ঘিরে যখন প্রতিদিন তেতে উঠছে বাংলা তখন তা থেকে বাদ পড়ছে না রাজ্যের শাসক দলের অভ্যন্তরীণ ঝগড়া-বিবাদও। মঙ্গলবার সকালে নদিয়ার ধানতলা থানার হিজুলীতে এলাকার তৃণমূল কর্মীরা দেখেন, জেলা পরিষদ প্রার্থী বর্ণালী দে’র ভোট প্রচারের জন্য লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে রাতের অন্ধকারে। এই ঘটনায় হিজুলী অঞ্চলে মঙ্গলবার সকালে সাময়িক উত্তেজনার সৃষ্টিও হয়। তৃণমূলের অভিযোগ সিপিএম আশ্রিত সমাজ বিরোধীরা এই কাজ করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। উল্টে তাদের অভিযোগ তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদের জেরেই ফ্লেক্স ছেঁড়ার ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।