নিজস্ব প্রতিনিধি: এবারের রাজ্য নির্বাচন অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটের নিরিখে এই রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় বিরোধী শক্তি বিজেপি। তৃণমূলের কাছ থেকে তারা অর্ধেক রাজত্ব দখল করে নিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের লক্ষ্য নবান্ন দখল করা।
বিজেপি ক্ষমতায় আসবে? না, তৃতীয়বারের জন্য নবান্নে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার আভাস দিতে ইতিমধ্যে একাধিক সমীক্ষা করেছে রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম। আজ ভোটের দিন ঘোষণার আগে আবার একটি জনমত সমীক্ষা সামনে এল। সেই সমীক্ষায় দেখা যাছে কিছু আসন কমলেও আবার ক্ষমতায় আসছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সমীক্ষাটিতে ‘সাইনোভাম রিসার্চ প্রাইভেট লিমিটেড’ (Synovum Research Pvt Ltd) ২৩,১০০ টেলিফোন কলের মাধ্যমে মানুষের মতামত সংগ্রহ করেছে। তাঁদের কাছে প্রশ্ন রাখা হয় একাধিক। সেই প্রশেন যা জন্মত উঠে এসেছে তা শতাংশের হিসেবে তুলে দেওয়া হল।
প্রশ্ন ১. এই মুহূর্তে দেশে নির্বাচন হলে, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে ভোট দেবেন?
১) নরেন্দ্র মোদী – ৬৩%
২) রাহুল গান্ধী – ১৫%
৩) মমতা বন্দ্যোপাধ্যায় – ১০%
৪) অরবিন্দ কেজরিওয়াল – ২%
৫) নীতিশ কুমার – ২%
৬) অন্যান্য – ৮%
প্রশ্ন ২. এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে, আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে ভোট দেবেন?
১) মমতা বন্দ্যোপাধ্যায় – ৬১%
২) শুভেন্দু অধিকারী- ৩%
৩) দিলীপ ঘোষ – ২১%
৪) সুজন চক্রবর্তী – ৪%
৫) অন্যান্য – ১১%
প্রশ্ন ৩. আসন্ন বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পাবে?
১) তৃণমূল – ৫১.৩%
২) বিজেপি – ৩৯%
৩) কংগ্রেস/সিপিএম জোট – ৯.৭%
প্রশ্ন ৪. আসন্ন বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কতগুলি সিট পাবে?
১) তৃণমূল – ১৮৮
২) বিজেপি – ৯৬
৩) কংগ্রেস/সিপিএম জোট – ৯
৪) অন্যান্য – ১
প্রশ্ন ৫. আপনি যদি নন্দীগ্রামের ভোটার হতেন, তাহলে কাকে ভোট দিতেন?
১) তৃণমূল – ৬২%
২) বিজেপি – ৩৫%
৩) কংগ্রেস/সিপিএম জোট – ৩%