Home Featured পুরুলিয়া: সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা

পুরুলিয়া: সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা

0
পুরুলিয়া: সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা
Parul

মহানগর ডেস্ক: সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলির শিকার হলেন পুরুলিয়ার এক তৃণমূল নেতা। জানা গেছে হামলার শিকার ওই তৃণমূল নেতার নাম প্রদীপ ব্যানার্জী। তাঁর বাড়ি পুরুলিয়ার কেতকি এলাকায়। আহত তৃণমূল নেতা পূর্বে পুরুলিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

অভিযোগ ঘটনার সময় তিনি তাঁর কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে আচমকাই কিছু দুষ্কৃতী তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি তার পেট ছুঁয়ে বেরিয়ে যায়। ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গেই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ ওই নেতাকে আহত অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পুরুলিয়া শহরের পরিচিত এই ব্যবসায়ী ও নেতা এর আগে কংগ্রেস ও তৃণমূলের টিকিটে কাউন্সিলর থেকেছেন। সম্প্রতি তিনি বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরেন। কিন্তু কি কারণে তাকে হামলার শিকার হতে হলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার নিন্দা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here