নিজস্ব প্রতিবেদক, বারাসত: বুধবার বিকেলে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হল এক তৃনমুল নেতাকে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা জেলার সদর মহকুমার বারাসত-২ ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বেলিয়াঘাটা ব্রিজ এলাকা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়ে এদিন মিছিল করছিলেন বেলিয়াঘাটার অঞ্চল সভাপতি তথা তৃণমূল নেতা সাইফার রহমান ফলতি। সেই সময় তার বিরুদ্ধ গোষ্ঠীর জনৈক রজব আলি, বেলিয়াঘাটা ব্রিজ পার হতেই তার ওপরে চড়াও হয়ে তাকে ছুরিকাঘাত করে। ঘটনা স্থলে লুটিয়ে পড়েন সাইফার। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গোষ্ঠীদ্বন্দের কারনেই এই খুন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রজবকে ধরে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।