নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ: ইসলামপুর থেকে রায়গঞ্জ আসার পথে পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভার তৃণমূল বিধায়ক তথা ইসলামপুরের পুরপ্রধান কানাইলাল আগরওয়াল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, করণদিঘী থানার খোয়েশপুর এলাকায় ডালখোলা-রায়গঞ্জ জেলা সড়কে বিধায়কের গাড়িকে উল্টো দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে। তাতেই গুরুতর জখম হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ লরির চালককে আটক করেছে।
“