kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: মঙ্গলসূত্র ও সিঁদুর পরার জন্য আগেও সমালোচনার মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ এবার সাংসদকে ঘিরে ফের বিতর্ক৷ দুর্গাপুজো পালন করার জন্য নুসরত জাহানকে নিশানা করলেন উত্তরপ্রদেশের এক মৌলানা৷ মুফতি আসাদ কাজমি নামে ওই মৌলানার দাবি, নুসরত যা কিছু করেছেন তা ইসলাম বিরোধী৷ মৌলানাকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানও৷

ইত্তেহাদ উলেমায়-ই-হিন্দ নামে একটি সংগঠনের সহ-সভাপতি মুফতি কাজমি একটি সর্ববারতীয় সংবাদসংস্থাকে বলেন, ‘আল্লাহ ছাড়া আর কারও সামনে প্রার্থনা করার অনুমতি ইসলাম দেয় না। নুসরত জাহান দুর্গা পুজো করেছেন। এটি ইসলাম বিরুদ্ধ। উনি একজন অমুসলিমকে বিয়ে করেছেন, ইসলাম চর্চা করেন না। তাই ওঁর উচিত নিজের নামটা বদলে ফেলা৷ যদিও এই মন্তব্যের পর পাল্টা জবাব দেন নুসরতও৷ তিনি বলেন, এটা ধর্মের কোনও বিষয় নয়, এটা হল উৎসব। পাশাপাশি নাম প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা তার নাম দেননি, তাঁরা কী করে নাম পরিবর্তনের কথা বলতে পারেন। এটা হিন্দু কিংবা মুসলিমের ব্যাপার নয়। সমালোচনাকারীদের প্রতি তাঁর বার্তা, কিছুটা ছাড় দিন। শেষে ওই মৌলানা খোঁচা দিয়ে বলেন, শুভ পুজো।

প্রসঙ্গত, সুরুচি সংঘের পুজোতে স্বামী নিখিল জইনকে নিয়ে পৌঁছেছিলেন সাংসদ নুসরত৷ সেখানে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজান তিনি৷ সঙ্গে দেন অঞ্জলিও৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here