নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বিজেপির দলীয় সংগঠনের দেখভালের দায়িত্ব পেয়ে দ্বিতীয় বার দলীয় কর্মসূচিতে যোগ দিতে দক্ষিণ দিনাজপুরে এলেন লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে জেলার বুনিয়াদপুরে আসেন তিনি। এদিন বিজেপি কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন লকেট। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের দ্বায়িত্ব পাওয়ার পর গত ১২ সেপ্টেম্বর বালুরঘাটে প্রথম বৈঠক করেছিলেন সাংসদ।
মঙ্গলবার বুনিয়াদপুরে এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূল যতই আতঙ্ক ছড়াক নাগরিকত্ব যাচাইয়ের জন্য পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এনআরসি আতঙ্কে ডিজিটাল রেশন কার্ডের লাইনে এক ব্যক্তির মৃত্যু সহ রাজ্য জুড়ে এনআরসি আতঙ্কে পরপর মৃত্যুর ঘটনায় তিনি জানান, রাজ্যে এনআরসি নিয়ে পরিকল্পনা মাফিক আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল।