ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগের ফের রক্ত রাজনীতি শুরু হল রাজ্যে। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে উদ্ধার হল এক তৃণমূল কর্মীর মুন্ডহীন দেহ। বুধবার সকালে এই ঘটনাকে কন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে বেলডাঙ্গা পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম ফজলু শেখ(৪০)। সম্প্রতি কয়েকদিন আগে জেল থকে ছাড়া পেয়ে বাড়ি আসেন ওই ব্যক্তি। এরপর বুধবার বাড়ি থেকে বেরনোর পর তাঁকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। তারপর ধড় থেকে মুন্ডু কেটে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চার জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি স্ত্রী চাঁদতারা বিবির। মৃত ফজলু মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
তবে পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এমন নৃশংস ভাবে খুন হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, খুনের সূত্র খুঁজতে মৃতের স্ত্রী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।