নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার মহিলাদের ভিভিপ্যাড ও ইভিএম-এর ব্যবহার সম্পর্কে সচেতন করে তুলতে আন্তর্জাতিক নারী দিবসের দিনই বিশেষ নাটকের আয়োজন করল পুরুলিয়ার জেলা নির্বাচন দফতর শুক্রবার৷ পুরুলিয়ার রবীন্দ্রভবনে এই বিশেষ নাটক অনুষ্ঠিত হয়৷
নারীরাই সমাজের মূল চালিকাশক্তিl তাই আন্তর্জাতিক নারী দিবসে সেই ভাবনাকে মাথায় রেখে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মহিলাদের নিয়ে ইভিএম ও ভিভিপ্যাডের প্রয়োগ শেখানো হল হাতে কলমে।
এছাড়া অবাধ ভোট প্রয়োগ ও ভিভিপ্যাড, ইভিএম সমন্ধে ব্যবহার নিয়ে অনুষ্ঠিত হল এই বিশেষ নাটক। এদিন এই অনুষ্ঠানে নারীদের নানান কর্মকাণ্ডে মধ্যে দিয়ে উঠে এল নারীর ক্ষমতায়নের কথা।