ডেস্ক: ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ফাঁস নিয়ে ধুন্ধুমারের পরে সমাধানের পথ হাতড়ে বেড়াচ্ছে ফেসবুক৷
তবে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মার্ক জুকেরবার্গ সোজা সাপটা জানিয়েছেন, যে সমস্যা তৈরি হয়েছে, তা ঠিক হতে অনেক সময় লাগতে পারে৷ একটি নিউজ ওয়েব পোর্টালকে তিনি সাক্ষাতকার দিতে গিয়ে জুকেরবার্গ সংস্থার ব্যবসায়িক মডেলের পক্ষে সওয়াল করে গত সপ্তাহে বড় মাপের সোস্যাল নেটওয়ার্কিং সংস্থা অ্যাপলের সিইও টিম উইক যে সমালোচনা করেছিলেন, তার পাল্টা জবাব দিয়েছেন৷
ফেসবুকের পক্ষে সওয়াল করে তিনি বলেছেন, ফেসবুকের সমস্যাটা হল আদর্শ নির্ভর এবং মানুষে মানুষে যোগাযোগের ইতিবাচক দিকে আলোকপাত করে থাকে৷ এ কারণে টুলগুলির নেতিবাচক দিকগুলির ওপর সময় দেওয়া যায়নি৷ তাঁর ধারণা, সাধারণ মানুষও ঝুঁকিগুলির দিকে ঠিকঠাক আলোকপাত করছে৷ সেইসঙ্গে নেতিবাচক দিকগুলির দিকেও নজর দিচ্ছে৷ জুকেরবার্গ জানান, তাঁরা গোটা বিষয়টির গভীরে ঢোকার চেষ্টা করছেন৷ পুরো বিষয়টি ঠিক করতে অনেক সময় লাগবে৷ তবে তাঁর ধারণা, এইসব সমস্যা মেটাতে তিন থেকে ছ মাস লাগতে পারে বলে মনে হলেও কিছু কিছু সমস্যার মিটতে অনেক বেশি সময় লাগবে৷