ডেস্ক: ভারতের ভণ্ডগুরুর তালিকায় বেশ উপরের দিকেই নিজের নাম রাখা স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। বুধবার তার বিরুদ্ধে ওঠা ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার রায় দেবে যোধপুর বিশেষ আদালত। বিপুল পরিমান সমর্থকের অন্যতম গুরু এই আসারাম বাপুর রায় দানকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায় তারজন্য চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রাজস্থান, গুজরাত, হরিয়ানার মতো রাজ্যগুলিতে।
যোধপুরের কেন্দ্রীয় কারাগার চত্বরে আলাদা করে বিশেষ আদালত বসানো হয়েছে এবং এই আদালতে সাধারণ মানুষের প্রবেশের উপর জারি করা রয়েছে নিষেধাজ্ঞা। যধপুরের ডিসিপি আমন দীপ সিং জানিয়েছেন, যাতে কোনও রকম অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে যোধপুরে গত ২১ এপ্রিল থেকে জারি করা রয়েছে ১৪৪ ধারা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। জানা গিয়েছে, বিশেষ নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই আদালত চত্বরে পৌঁছে গিয়েছে এই মামলার বিচারক। কিছুক্ষনের মধ্যেই ঘোষণা করা হবে রায়।
উল্লেখ্য, যোধপুর আশ্রমে এক কিশোরীকে যৌন নিগ্রহ করার অপরাধে ২০১৩ সালের আগষ্ট মাসে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয় আসারাম বাপুকে। সেখান থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় তাঁকে। তখন থেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে ২০১৩ সালের ৬ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে ১০১১ পাতার চার্জশিট পেশ করে যোধপুর পুলিশ। দীর্ঘ ৫ বছর পর এই মামলার রায় ঘোষণা করতে চলেছে যোধপুর বিশেষ আদালত।