ডেস্ক: এক বিরল দৃশ্যের সাক্ষী থাকবে শনিবারের রাতের আকাশ। এদিন সন্ধ্যায় সবচেয়ে কাছাকাছি দেখা যাবে চাঁদ এবং শুক্রগ্রহকে এমনটাই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য প্রয়োজন পড়বে না কোনও টেলিস্কোপের, খালি চোখেই দেখা যাবে এই চিত্র।
জানা গিয়েছে, বহু দিন পর পর দেখা যায় এই ধরনের বিরল দৃশ্য। শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বেঙ্গালুরুর আকাশে দেখা যাবে এই চন্দ্র শুক্রের এই মিলন। এবং দিল্লিতে এই চিত্রই দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ। বিজ্ঞানীদের তরফে জানা গিয়েছে, রাতের আকাশে ঠিক ২৯ ডিগ্রি উপরে দেখা যাবে চন্দ্র শুক্রের এই জুটিকে। বিজ্ঞানীদের তরফে জানা গিয়েছে, এদিন শুক্র গ্রহ -৪.০ ম্যাগনিচ্যুড স্থানে থাকবে এবং চাঁদ থাকবে -১০.৩ ম্যাগনিচ্যুড স্থানে।
উল্লেখ্য, প্রায়শই এই ধরনের দৃশ্য দেখতে মুখিয়ে থাকেন মহাকাশ প্রেমীরা, একইসঙ্গে এই দৃশ্য দেখতে বেশীরভাগ সময়ই প্রয়োজন পড়ে টেলিস্কোপের। তবে শনিবারের রাতের আকাশ যদি পরিস্কার থাকে তবে এই বিরল দৃশ্য দেখার সৌভাগ্য জুটতে পারে আপনার কপালে।