ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যের পুলিশের বিরুদ্ধে এনকাউন্টারের চেষ্টার অভিযোগ তুলেছিলেন প্রবীণ তোগাড়িয়া। শাস্তি স্বরূপ এবার তাঁকে বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল ভিএইচপির শীর্ষ নেতৃত্ব।
মার্গদর্শক মণ্ডলের এক বরিষ্ঠ নেতা শনিবার সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্র এবং রাজস্থান সরকারের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করার জন্য শুধু তাঁকে বহিষ্কারই নয়, সমস্ত রকম পদ থেকেও সরিয়ে দেওয়া হবে তাঁকে। পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতির পদে থাকা তোগারিয়া গত সোমবার প্রায় ১২ ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হন। তারপরই রাজস্থান সরকার এবং পুলিশের উপর অভিযোগ তুলে তিনি বলেন যে তাঁকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছিল।
সুস্থ হয়ে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে তিনি অভিযোগ করেন এনকাউন্টার করে তাঁকে মেরে ফেলতে চাইছে রাজস্থান পুলিস। এই অভিযোগ করার পরেই দলের শীর্ষ নেতাদের কোপে পড়েছেন তিনি। পরিষদের শীর্ষ নেতাদের মত, এমন অভিযোগ তুলে তোগাড়িয়া দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন। আর এই কারণেই তাঁকে ক্ষমতাচ্যুত করে সমস্ত ক্ষমতা এবং দ্বায়িত্ব থেকে তাঁকে ছেঁটে ফেলা হবে।