ডেস্ক: বাণিজ্যনগরী মুম্বইয়ের লাইফলাইন যদি লোকাল ট্রেন হয়; তবে ‘সিটি অফ জয়’ কলকাতার লাইফলাইন অবশ্যই কলকাতা মেট্রো। কিন্তু বহু বছর ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত দেশের গর্ব তথা সর্বপ্রথম এই মেট্রো। নন-এসি ট্রেনের অসহ্য গরম, আত্মহত্যার জন্য স্তব্ধ পরিষেবা। এসব কিছুই নতুন নয়। তবে আরও একটি যে সমস্যায় এতদিন যাত্রীরা ভুগে এসেছেন, তা কিছুটা হলেও লাঘব হতে চলেছে এবার।
ভাবুন আপনি মেট্রোয় সফর করছেন, কিন্তু আচমকা এলো প্রকৃতির ডাক! সে তো আর বলে কয়ে আসেনা। তখন কী করবেন? এতদিন বাড়ি পৌঁছে সেই ডাকে সাড়া দেওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু এবার থেকে আংশিক হলেও সেই ডাকে সাড়া দেওয়ার সুবিধা পেতে চলেছেন মেট্রো যাত্রীরা। কলকাতা মেট্রোয় এই প্রথম চালু করা হল সাধারণ যাত্রীদের জন্য শৌচালয়।
তবে এই শৌচালয় কলকাতা মেট্রোর সকল স্টেশনে চালু হয়নি। উত্তরের প্রান্তিক স্টেশন নোয়াপাড়া ও দক্ষিণের শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য) স্টেশনে শৌচালয় চালু হয়েছে। তবে সূত্রের খবর, খুব শিগগিরি শোভাবাজার ও বেলগাছিয়াতেও শৌচালয়ের ব্যবস্থা চালু করা হবে। এর ফলে যে মেট্রোর নিত্যযাত্রীরা উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।