ডেস্ক: জিএসটির নিয়ে বিরোধীরা যখন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বাণে বিদ্ধ করতে ব্যস্ত ঠিক সেই সময়েই জিএসটি নিয়ে এল সুখবর। জিএসটির জেরে ভাড়া কমতে চলেছে ট্রেনে। তবে সব ট্রেনে নয়। রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতেই কিছুটা কমে যাবে ভাড়া। এমনটাই জানালো রেল মন্ত্রক।
সূত্রের খবর, ট্রেনের খাবার ও পানীয়তে ৫ শতাংশ হারে জিএসটি কমে যাওয়ার জন্যই কমে যাবে ট্রেনের ভাড়াও। অর্থাৎ যে সমস্ত দুরপাল্লার ট্রেনে টিকিটের সঙ্গেই ধরে নেওয়া হয় খাবারের দাম, খাবারে জিএসটি কমে যাওয়ার ফলে কমে যাবে ট্রেনগুলির টিকিটের দাম। এর আগে ট্রেনের খাবারে জিএসটি ধার্য ছিল ১৮ শতাংশ হারে, ফলে টিকিটের দামের সঙ্গে খাবারের দামও যোগ হত ১৮ শতাংশ হারে। কিন্তু আগামী সোমবার থেকে ৫ শতাংশ হারে জিএসটি কমে যাওয়ার ফলে ৪০ থেকে ৬০ তাকা করে কমে যাচ্ছে টিকিটের দামও। আগামী সোমবার থেকে নতুন দর অনুযায়ী ট্রেনে মাত্র ৮৯ টাকাতেই মিলবে চিকেন বিরিয়ানি। আগে যার দাম ছিল ১০০ টাকা। এগ বিরিয়ানির দাম পড়বে ৬১ টাকা। মশলা ধসা পড়বে ১৮ টাকা করে। ঠিক একইরকম ভাবে অন্য খাবার গুলিতেও জিএসটির জেরে কমে যাবে দাম।