ডেস্ক: অফিসের ব্যস্ত সময়ে ট্রেন অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়লেন সাধারণ মানুষ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, শিয়ালদহ উত্তর শাখার বনগাঁ রুটের অশোকনগর স্টেশনে।
সূত্রের খবর, ১২ বগির পরিবর্তে বনগাঁ শাখার বেশিরভাগ ট্রেনই ৯ বগি। সকালে প্রবল ভিড়ে ১২ বগির পরিবর্তে ৯ বগির ট্রেন দেওয়ায় প্রবল অসন্তুষ্ট ছিলেন নিত্যযাত্রীরা। রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও ফল কিছু পাওয়া যায়নি। এদিন সেই ৯ বগির ট্রেনও দেরি করে পৌঁছয় স্টেশনে। ঘটনার জেরে, ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। স্থানীয় মানুষজন ও নিত্যযাত্রীরা মিলে সকাল থেকেই ট্রেন অবরোধ শুরু করেন তাঁরা। ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন ও নিত্য যাত্রীরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ, রেল পুলিশ ও রেলের আধিকারিকরা। সাধারণ মানুষকে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। স্থানীয় নিত্যযাত্রীদের ১২ বারো বগির ট্রেনের দাবি, উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছে তাঁরা। তবে অবরোধ তুলতে এখনও নারাজ নিত্যযাত্রীরা।