মহানগর ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি সহ পার্শ্ববর্তী এলাকা। এদিন বিকেল ৪টে ৩৫ নাগাদ আচমকাই থরথর করে কেঁপে ওঠে উত্তর-ভারত ও পাকিস্তানের বেশ কিছু এলাকা। নয়াদিল্লি, চণ্ডীগড়, কাশ্মীর এমনকী ইসলামাবাদ পর্যন্ত কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। আপাতভাবে বিরাট কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল পাকিস্তানের লাহোর শহর থেকে ১৭৪ কিমি দূরে ছিল। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে তা অনুভব করা যায় উত্তর ভারতের বড় অংশজুড়ে। ভয় পেয়ে বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। ভারতে কোনও ক্ষয়ক্ষতি না হলেও ভূমিকম্পের জেরে পাকিস্তানে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল রাওয়ালপিন্ডির কাছাকাছি একটি অঞ্চল৷ গভীরতা ভূপষ্ঠ থেকে মাত্র ১০ কিমি-র মধ্যে হওয়ায় ভয়াবহ কম্পন অনুভূত হয় এদিন। মানুষজন ইতিমধ্যেই ভূমিকম্পের সময়ের ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে শেয়ার করতে শুরু করেছে যা থেকে তাদের আতঙ্কের মুহূর্ত রীতিমতো টের পাওয়া যাচ্ছে।