নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে গত শুক্রবার। তিন দিন হতে চলল। এখনও কোনও রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে অন্যান্যবার দেখা গিয়েছে ভোটের দিন ঘোষণা হওয়ার অব্যবহিত পরেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় তৃণমূল। এবারে তৃণমূলকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা গেল না। আগামীকাল তৃণমূলের নবনির্বাচিত নির্বাচন কমিটির বৈঠকে আছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে ওই বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে। তারপর ঘোষণা হতে পারে প্রার্থী তালিকা। তৃণমূলের আগের বার যারা টিকিট পেয়েছিলেন এবারও তারা টিকিট পাবেন কিনা, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তার কথা শোনা যায়নি। তবে তৃণমূলের অন্দরে একাধিকবার শোনা গিয়েছে যে সব বিধায়কের কাজকর্মে অসন্তুষ্ট এলাকার লোকজন, তাঁদের অনেকেই হয়তো এবার টিকিট নাও পেতে পারেন। এবার কারা টিকিট পাবেন, সেই তালিকা তৈরিতে পিকে-র মার্কশিট গুরুত্ব পেতে পারে বলে জানা যাচ্ছে। তবে এলাকার কাউন্সিলরদের মতামতও গুরুত্ব পারে টিকিট বণ্টনের ক্ষেত্রে।
তবে এবার তৃণমূল বেশি গুরুত্ব দিতে পারে পরিচ্ছন্ন ভারমূর্তি আছে এমন প্রার্থীকে। সেক্ষেত্রে এবারও আগের থেকে বেশি সংখ্যক সেলিব্রিটিকে ভোটে লড়তে দেখা যেতে পারে। কয়েকদিন আগে তৃণমূল ভবনে ড্রপবক্স রাখা হয়েছিল প্রার্থী হতে যারা ইচ্ছুক তাঁদের আবেদন নেওয়ার জন্য। সেই ড্রপবক্সে কোনও আবেদন জমা পড়েছে কিনা জানা যায়নি।