Parul

ডেস্ক: যেমন কথা, তেমনই কাজ। ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরই ত্রিপুরায় বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। নির্বাচনী প্রচারের সময়ই কেন্দ্রীয় কর্মীদের মতো বর্ধিত হারে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী পদে বসার পরই বিপ্লবকুমার দেব জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়াতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

ads

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই কমিটি গঠনের উদ্দেশ্যে আজই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাস থেকে সপ্তম পে কমিশনের বর্ধিত হারে বেতন পেতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বেতন বাড়ানো হবে রাজ্য সরকারি কর্মীদের। অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু হলে সেই হারেই বেতন পাবেন ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীরা।

সরকারি কর্মীদের বেতন ত্রিপুরায় সপ্তম পে কমিশনের আওতাও চলে এলেও পশ্চিমবঙ্গের অবস্থা আপাতত ‘ভাঁড়ে মা ভবানী’। তাই বয়েকা ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে আগামী ২২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। ফলে রাজ্যের সংগঠনগুলির দাবি আমল পায় কিনা সেটাই হবে দেখার বিষয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here