ডেস্ক: দেশজুড়ে চড়চড়িয়ে তেলের দাম বাড়ার পর, গত কয়েকদিনে সামান্য করেছে পেট্রোল ডিজেলের বহুমূল্যতা, কিন্তু তা যতসামান্যই। আর এর জেরেই সোমবার থেকে ট্রাক ধর্মঘটে নামতে চলেছেন ট্রাক মালিকরা। ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার থেকে রাজ্যের ৩ লক্ষ ৭১ হাজার ট্রাক বন্ধ থাকবে। এই ধর্মঘটের জেরে রাজ্যের পণ্যবাজারে যে রীতিমতো আগুন লাগবে তা বলার অপেক্ষা রাখে না।
সোমবার সকাল থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়কে সার বেঁধে দাড়িয়ে পড়ে ট্রাক। ফলস্বরুপ ব্যাপক জানজট দেখা যায় রানাঘাট, শান্তিপুরের মতো এলাকাগুলিতে। সকাল থেকে কলকাতার প্রাণকেন্দ্র বড়বাজার চত্তরে দেখা যায় সার বেঁধে ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে। বন্ধ থাকে মালপত্র লোডিংয়ের কাজ। জ্বালানীর দাম না কমা পর্যন্ত এই ট্রাক ধর্মঘট তোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাক মালিকরা। মঙ্গলবার জামাইষষ্ঠী তার আগে এই ধর্মঘট রাজ্যে যে বিপদই ডেকে আনবে তা বলার অপেক্ষা রাখে না।