নিজস্ব প্রতিবেদক, হাওড়া: রবিবার দুপুরে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনান থানা এলাকার সোন্দাইল গ্রামে একটি ভেষজ উদ্যানের ভিতরের পুকুরে জাল ফেলে মাছ ধরার সময়ে বিরল প্রজাতির ৪টি কচ্ছপ ধরা পড়ে। মৎসজীবিরা সেগুলি নিয়ে চলে গেলেও পরে ভেষজ উদ্যান ‘স্নেহাঞ্জলী’র মালিক তথা উদ্ভিদ বিশেষজ্ঞ ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানতে পেরে মৎসজীবিদের হাত থেকে দুটি কচ্ছপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। বন দপ্তর সুত্রে জানা গিয়েছে এগুলি বিরল প্রজাতির। নাম ইন্দো গেঞ্জেটিক পির টারটেল। তবে কি ভাবে ওই পুকুরে কচ্ছপ এল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সৌরেন্দুবাবুর বাড়ি থেকে প্রায় ৬কিমি দূরে ওই বাগানটি। রাতের বেলা সেখানে কেউ থাকে না। সেই সুযোগে সম্ভবত কেউ বা কারা কচ্ছপগুলিকে পাচারের আগে লুকিয়ে রাখার জন্য ওই পুকুরে ছেড়ে দিয়ে গেচ্ছিল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে এলাকায় কি তবে চোরাকারবারীদের যাতায়াত রয়েছে? পুলিশও অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে।