নিজস্ব প্রতিবেদক, রানাঘাট: পুকুর সংস্কারের কাজ চলাকালীন পুকুরের মধ্যে থেকে দুটি মিসাইল টাইপের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার হাঁসখালীতে। সূত্রের খবর, হাঁসখালী থানার ছোট চুপরিয়ায় গত কয়েকদিন যাবৎ একটি পুকুরের সংস্কারের কাজ চলছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সংস্কারের জন্য জেসিবি দিয়ে মাটি কাটার সময় উদ্ধার হয় বিশাল আকৃতির দুটি বোমা। ওজন প্রায় ১০০ কেজি। লম্বায় প্রায় ৬ ফুট। বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বোমা দুটি কোন সময়ের তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার বোমা দুটি পরীক্ষা করে দেখতে ভারতীয় সেনা বাহিনীর বোম্ব স্কোয়াডের আসার কথা। তবে স্থানীয়দের অনুমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান থেকে বোমা দুটি ফেলা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত করছে হাঁসখালী থানার পুলিশ।