Home Featured ঘূর্ণিঝড়ের মতোই নানা প্রশ্নে ঘেরা Narada Scam মামলা, হাইকোর্টের নতুন বিজ্ঞপ্তিতে ঘনীভূত জল্পনা

ঘূর্ণিঝড়ের মতোই নানা প্রশ্নে ঘেরা Narada Scam মামলা, হাইকোর্টের নতুন বিজ্ঞপ্তিতে ঘনীভূত জল্পনা

0
ঘূর্ণিঝড়ের মতোই নানা প্রশ্নে ঘেরা Narada Scam মামলা, হাইকোর্টের নতুন বিজ্ঞপ্তিতে ঘনীভূত জল্পনা
Parul

মহানগর ডেস্কঃ তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ । আর এই ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁটা বঙ্গবাসী। এদিকে এই ঘূর্ণিঝড়ের জেরে আগামী ২৬ ও ২৭ তারিখ অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ কথা। যার ফলে আপাতত ফের একবার নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতার জামিনের শুনানি আরও পিছিয়ে গেল।

মঙ্গলবার হাই কোর্টের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘২৬ ও ২৭ মে, যান চলাচলের সমস্যা, ঘূর্ণিঝড় যশের কারণে মামলার শুনানি সম্ভব নয়। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ২৭ মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে’। কার্যত স্পষ্ট হয়ে গেল বৃহস্পতিবার পর্যন্ত ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায় গৃহবন্দি থাকবেন। মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কারণে তাঁদের হাসপাতালেই থাকতে হবে।

উল্লেখ্য, সোমবার এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন সিবিআই আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। কারণ, তার আগেই হাই কোর্টে শুনানির জন্য ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরির বিরোধিতা করে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here