kolkata news

 

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। সবকিছুই প্রায় বন্ধ। বন্ধ রয়েছে রেল। চলছে না বাস। পরিযায়ী শ্রমিকদেরও কাজ বন্ধ রেখে গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে ভিন রাজ্যে। যদিও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার। কিন্তু সেই অপেক্ষায় তারা হয়তো থাকতে নারাজ।

একে পরিবার ছেড়ে ভিনরাজ্যে থাকা, অন্যদিকে দেশজুড়ে করোনার আতঙ্ক। এমন পরিস্থিতিতে মন টিকছে না ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের। তাই বাড়ি ফেরার নানা উপায় খুঁজছেন তারা। কেউ হেঁটে, তো কেউ বা সাইকেলে চেপে ফিরছেন বাড়িতে।এমনই এক ঘটনা ঘটল জলপাইগুড়ির ধূপগুড়িতে। লকডাউনে অসম গুয়াহাটি থেকে সাইকেলে চড়ে বাড়ি পৌঁছলেন দুই শ্রমিক। যদিও বাড়ি পৌঁছে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে ওই দুই পরিযায়ী শ্রমিককে।

ধূপগুড়ির বামনটারি এলাকার ওই দুই ব্যক্তি বাড়ি ফিরলেই স্থানীয়রা গ্রামীণ পুলিশকে খবর দেন। মঙ্গলবার রাতে ওই দুই ব্যক্তির বাড়ি যায় পুলিশ। অসম থেকে বাড়ি ফেরার সমস্ত ঘটনা শোনার পর তাঁদের সরকারি নির্দেশ মেনে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়। পাশাপাশি শারীরিক কোনও অসুবিধা মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here