kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পালঘরের ঘটনার স্মৃতি এখনো তাজা দেশবাসীর। এরই মাঝে একই ঘটনা ঘটল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। শিব মন্দিরে ঘুমিয়ে থাকা দুই সাধুকে খুন করল এক দুষ্কৃতী। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলা অনুপশহরে এই ঘটনা ঘটে। যে দুই সাধুর মৃত্যু হয়েছে তাদের নাম, জগন দাস এবং সেবা দাস। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে ওই সাধুদের চিমটা চুরি করেছিল ওই অভিযুক্ত। সেই কথা জানতে পেরে তাকে কথা শোনান তারা। তারই প্রতিশোধ নিতে হয়তো এই খুন, অনুমান পুলিশের। তবে শুধুমাত্র এই বিষয়টিকেই নজর না দিয়ে অন্য কোন বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার রাতে গ্রামের একটি শিব মন্দিরে ঘুমোচ্ছিলেন ওই দুই সাধু। তখনই আচমকা তাদের ওপর হামলা চালায় ওই অভিযুক্ত। পরদিন সকালে দুজনের লাশ দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সদ্য ঘটে গেছে মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। সেখানে এক সাধুকে নৃশংসভাবে পিটিয়ে মারার ছবি এখনো চোখে ভাসছে দেশবাসীর। উসকে দিল যোগী রাজ্যের এই ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here