ডেস্ক: শিশু বলে কি পরিচয় পাবেনা? দেশের সবচেয়ে বড় পরিচয় পত্র যখন আধার, তখন পরিচিতি প্রমাণে তাদের জন্যও আধার তৈরি করার সিদ্ধান্ত নিল আধার কর্তৃপক্ষ। ‘বাল আধার’, পাঁচ বছর বয়সের কম শিশুদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প। ইউনিক আইন্ডেফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) সোমবার থেকে এই আধার কার্ড চালু করল। তবে সাধারণ আধারের মতো রঙ হবেনা এগুলির, কচিকাঁচাদের জন্য তৈরি এই ‘বাল আধার’-এর রঙ হবে নীল।
আধার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য ‘বাল আধার’ তৈরি করতে এখনই কোনও বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। পাঁচ বছর বয়স পূর্ণ হলে অবশ্য বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। ১৫ বছর বয়স হলে ফের বায়োমেট্রিক তথ্য দিতে হবে। সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, একবছর বয়স হলেই এই আধার কার্ড ইস্যু করা যাবে। শিশুটির বয়স ৫ বছর হওয়া পর্যন্ত বাবা-মা’র পরিচয় পত্র আধারের সঙ্গে যোগ করা থাকবে। ৫ বছর পর কোনও শুল্ক ছাড়াই বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করা যাবে। আধার কর্তৃপক্ষের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে যে, পাঁচ বছর পূর্ণ হওয়ার আগামী ৭ বছরের মধ্যেই বায়োমেট্রিক রেজিস্টার করতে হবে। অন্যথায় সেই কার্ড সাসপেন্ড করে দেওয়া হবে।