নির্বাচনী ডেস্ক: শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ২৯ জানুয়ারি। উলুবেড়িয়ায় তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং নোয়াপাড়ার বিধায়ক মধুসূদন ঘোষ প্রয়াত হওয়ার কারণে এই দুই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ। তাঁর বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়ছেন বাম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা, কংগ্রেস প্রার্থী মুদ্দাসর হোসেন ওয়ারসি এবং বিজেপি প্রার্থী অনুপম মল্লিক। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিধায়কের পদের জন্য রাজ্যের শাসকদল তথা তৃণমূলের প্রার্থী সুনীল সিং, বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী গৌতম বসু এবং বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।
দেখে নিন উপনির্বাচনে ভোট গণনার সর্বশেষ আপডেট…
১২ রাউন্ড ভোট গণনা শেষে
নোয়াপাড়া:
সুনীল সিং (তৃণমূল)- এগিয়ে (৬০,৩১৭ ভোটে)
গার্গী চট্টোপাধ্যায় (সিপিএম)- (পিছিয়ে) (তৃতীয়)
গৌতম বসু (কংগ্রেস)- পিছিয়ে (চতুর্থ)
সন্দীপ বন্দ্যোপাধ্যায় (বিজেপি)- পিছিয়ে (দ্বিতীয়)
উলুবেড়িয়া:
সাজদা আহমেদ (তৃণমূল)- এগিয়ে ২৩,২০৪ হাজার ভোটে
সাবিরুদ্দিন মোল্লা (সিপিএম)- পিছিয়ে (তৃতীয়)
মুদ্দাসর হোসেন ওয়ারসি (কংগ্রেস)- পিছিয়ে (চতুর্থ)
অনুপম মল্লিক (বিজেপি)- পিছিয়ে (দ্বিতীয়)