নিজস্ব প্রতিবেদক, কল্যাণী: রবিবার নদীয়ার কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে এক বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটলো। মৃত বন্দির নাম প্রদীপ ব্যানার্জী(৪০)। সূত্রের খবর, রাণাঘাট উপসংশোধনাগারের ওই বন্দি গত ১৬মার্চ একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কল্যাণীতে স্থানান্তরিত করার পর রবিবার তার মৃত্যু হয় বলে রাণাঘাটের মহকুমা শাসক প্রসেনজিৎ চক্রবর্তী জানান।