ডেস্ক: আর ছেড়ে কথা নয়, ১২ বছর বা তার কম বয়েসি মেয়েকে ধর্ষণ করলে এবার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। নতুন অর্ডিনান্সে আনা বদলে সায় দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নাবালিকা ধর্ষণ মামলায় পকসো আইনেও একাধিক বদল আনা হয়েছে নতুন অর্ডিনান্সে।
উন্নাও এবং কাঠুয়া জোড়া গণধর্ষণ কাণ্ডে কেঁপে উঠেছে বিজেপির সাম্রাজ্য। উপরি ফলা হিসাবে রয়েছে দলিতদের লাগাতার আন্দোলন। এই দুই বাণে বিদ্ধ হয়ে শুক্রবারই তরিঘড়ি নতুন অর্ডিনান্স আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে পসকো আইনে বদল আনার পাশাপাশি SC/ST নিয়ম কেও পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হতে পারে বলে শোনা যায়। শনিবার বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রীসভার জরুরি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রীসভার বৈঠকে এই নতুন অর্ডিনান্সে সায় দিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণের প্রতিবাদী আওয়াজ দেখেই কার্যত চাপে পড়ে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্ডিনান্সে নাবালিকা ধর্ষণের সাজা ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে। নাবালিকার বয়স ১২ বছরের কম হলেই এই আইন লাগু হবে।