kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সোমবার উন্নাওকাণ্ডে নির্যাতিতার দুর্ঘটনা মামলায় অতিতৎপর হয়ে উঠল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টকে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে৷ ফলে রবিবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো(সিবিআই) অতি তৎপরতা দেখাল৷ এই ঘটনার মূল অভিযুক্ত উত্তরপ্রদেশের বিধায়ক কুলদীপ সেঙ্গারের ১৭টি আস্তানায় একসঙ্গে তল্লাশি চালাল৷ পাশাপাশি সীতাপুর জেলে সেঙ্গারকে দীর্ঘক্ষণ জেরা করলেন সিবিআইয়ের গোয়েন্দারা৷ তাঁরা এই অভিযুক্তের বয়ান রেকর্ড করলেন৷ সেই সঙ্গে তাঁরা জেলে সেঙ্গারের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের তালিকা ভাল করে খুঁটিয়ে দেখেন৷

সিবিআইয়ের একটি দল তিহার জেলে নির্যাতিতার কাকার সঙ্গে দেখা করেন৷ কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর লখনউ শাখায় উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়িকে ধাক্কা মারা ঘাতক ট্রাকের চালক ও খালাসিকে দফায় দফায় জেরা করেন৷ জেরায় চালকের দাবি, সে সেঙ্গার বা নির্যাতিতাকে চেনে না৷ এটা নিছকই দুর্ঘটনা বলে শুরু থেকে দাবি করছে সে৷ আর ট্রাকের টাকা দিতে না পারায় সে নাম্বার প্লেটে কালি লেপেছিল বলে দাবি করে৷ তবে সিবিআই তদন্তে প্রকাশ, দুর্ঘটনার সময় ট্রাকের নাম্বার প্লেট ছিল৷ দুঘর্টনার পরে তাতে কালি লেপে দেওয়া হয়েছিল৷ তাছাড়া ওই দুর্ঘটনার সময় ট্রাকের পেছনে দুটি গাড়ি ছিল৷

সেঙ্গারের উন্নাওএর বাসস্থান ছাড়া তার ফতেপুর, লখনউ, বান্দা প্রভৃতি ১৭ জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছে৷ ২৮ জুলাই রায়বেরিলি যাওয়ার পথে নির্যাতিতার গাড়িকে ধাক্কা মেরেছিল ট্রাক৷ এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল৷ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় লখনউের কিং জর্জ হাসপাতালে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা ও তাঁর আইনজীবি ভর্তি আছেন৷ এটি দুর্ঘটনা না নির্যাতিতাকে মেরে ফেলার ষড়যন্ত্র তাই খতিয়ে দেখেছ সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা তদন্ত ব্যুরোর রিপোর্টের ভিত্তিতে সোমবার সুপ্রিমকোর্ট নির্যাতিতার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

কূলদীপ সেঙ্গার উন্নাওকাণ্ডের প্রধান অভিযুক্ত৷ ২০১৮ সালে এপ্রিল থেকে সীতাপুর জেলে বন্দি৷ তার বিরুদ্ধে নির্যাতিতার পরিবার জেলে বসে খুনে ষড়যন্ত্রের অভিযোগ করেছে৷ এই অভিযোগের ভিত্তিতেই সেঙ্গারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে৷ এরপরে এই মামলা স্বতপ্রণোদিত ভাবে নেয় সুপ্রিমকোর্ট৷ ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর সক্রিয়তায় উন্নাওকাণ্ড মামলা নতুনভাবে গতি পেয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here