kolkata bengalli news

মহানগর ওয়েবডেস্ক: উন্নাওকাণ্ডে নির্যাতিতাকে ‘বড়মাপের হুমকি’র সম্মুখীন হতে হয়েছিল বলে বিশেষ আদালতকে জানাল সিবিআই৷ জুলাই মাসে রায়বরেলীতে গাড়ি দুর্ঘটনার জেরে বর্তমানে এইমসে ভর্তি রয়েছে নির্যাতিতা৷ এই মামলার শুনানিতে গত সপ্তাহের এইমসেই বসেছিল অস্থায়ী আদালত৷

বিশেষ আদালতকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার জেলে যাওয়ার পর থেকে বড়সড় মাপের হুমকি দেওয়া হচ্ছিল নির্যাতিতার পরিবারকে৷ যা সিবিআইয়ের আইনি ভাষায়, স্বাক্ষী নিরাপত্তা স্কিমের ‘এ’ ক্যাটাগরিতে পরে৷ সিবিআই এদিন এও আবেদন জানায়,ওই তরুণীর পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করুক আদালত৷

১১ সেপ্টেম্বর এইমসে গিয়ে গাড়ি দুর্ঘটনা নিয়ে নির্যাতিতার বয়ান রেকর্ড করেন বিচারক৷ ২৮ শে জুলাই রায়বরেলী যাওয়ার পথে তাদের গাড়িতে ধাক্কা মেরেছিল একটি ট্রাক৷ দুর্ঘটনায় মৃত্যু হয় নির্যাতিতার দুই কাকিমার৷ তাদের মধ্যে একজন এই ধর্ষণ মামলার অন্যতম স্বাক্ষী ছিলেন৷ নির্যাতিতাকে প্রথমে ভর্তি করা হয় লখনউ হাসপাতালে৷ একপর শীর্ষ আদালতের নির্দেশে, নির্যাতিতা হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয় এইমসে৷ অভিযোগ ওঠে জেলে বসেই এই তরুণীকে হত্যার ছক কষেছিল কুলদীপ। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here