ডেস্ক: বিজেপি প্রার্থীর স্বামীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা মহকুমার গোয়ালতোড়ে। বাহাদুর মুর্মু (৫৪) নামে ওই ব্যক্তি কেশিয়া গ্রামের বাসিন্দা৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷
আজ সোমবার দুপুরে নিজের বাড়ি থেকে মেলে বাহাদুরের মৃতদেহ৷ পুলিশের সন্দেহ, এটি আত্মহত্যার ঘটনা৷ বিজেপির অভিযোগ, মৃতের স্ত্রী যমুনা মুর্মু এবারের পঞ্চায়েত ভোটে মাকলি গ্রাম পঞ্চায়েতের কেশিয়া বুথে বিজেপির হয়ে লড়ছেন৷ বিজেপির প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই তাদের ছেলেকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল। সেই আতঙ্কেই আত্মহত্যা করেছেন বাহাদুর মুর্মু। বিজেপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ গোয়ালতোড়ের তৃণমূল নেতা দুলাল মণ্ডল বলেন, ‘বাহাদুর সিংহ একসময় তৃণমূলের দুর্দিনের সক্রিয় কর্মী ছিলেন৷ তাঁর মৃত্যুর যথাযথ তদন্ত করতে বলেছি পুলিশকে।’ তার সংযোগ, ‘বাহাদুরের মৃত্যুকে নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে৷ এর সঙ্গে তৃণমূল কোনভাবেই জড়িত নয়।’