ডেস্ক: গুরুতর অসুস্থ মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবী। ফুসফুসে সংক্রমণ জেরে বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করা হল কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মতুয়া মহাসঙ্ঘের বড়মা। ঘটনার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে ভরতি নিয়ে নেওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, ১২ জনের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে তার চিকিৎসার জন্য। পাশাপাশি ফুসফুসে সংক্রমণ আছে বলে বীণাপাণি দেবীর অবস্থা কিছুটা সঙ্কটজনক বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে আপাতত চিকিৎসকদের মনিটরিং এ রয়েছেন বীণাপাণি দেবী। এবং শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা রাখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।