kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: নিজের দফতরে বসে মন দিয়ে কাজ করে যাচ্ছেন এক পুলিশ আধিকারিক৷ তার মাথার ঠিক পিছনে মেজাজে উকুন বেছে চলেছেন আরেকজন৷ নাঃ, এ কোনও মানুষ নয়৷ এ এক বাঁদর৷ পুলিশের ঘাঁড়ে বসে মন দিয়ে উকুন বেছে দিচ্ছেন এই মর্কট মহাশয়৷ সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওই৷

উত্তরপ্রদেশের পিলভিট থানার এই ভিডিওটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন থানার আইসি। আর তাঁর কাঁধে চেপে বসেছে একটি ছোটোখাটো বাঁদর। অফিসারের কাঁধে বসে তাঁর মাথা থেকে টপাটপ উকুন তুলে নিচ্ছে বাঁদরটি। সেই উকুন নিমেষে মুখেও পুড়ে নিচ্ছে সেই বাঁদর৷  এই ভিডিও দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতে৷

থানার ওই আইসি শ্রীকান্ত দ্বিবেদী জানিয়েছেন, থানা চত্বরে বাঁদরটি ঢুকে পড়েছিল৷ এক মহিলা অফিসারকে কামড়েও দেয় বাঁদরটি৷ এরপরই আইসির টেবিলে উঠে বসে বাঁদরটি৷ টেবিল থেকে নামাতে গেলে পুলিশটিকে কামড়তে আসছিল সে৷ শেষমেষ হাল ছেড়ে দেন আইসি৷ কিছুক্ষণ পরে বাঁদরটি নিজে এসেই তাঁর ঘাঁড়ে উঠে উকুন বাছতে শুরু করে৷ পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷ মূলত এধরণের দৃশ্য আমরা দেখতে পাই মা বাঁদরের ক্ষেত্রে৷ তারাও এভাবেই নিজেদের সন্তানের গা থেকে উকুন বেছে দেয়৷ এখন নেটিজেনরা প্রশ্ন করে বসছেন,ইনস্পেক্টরের মাথায় এত উকুন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here