মহানগর ওয়েবডেস্ক: দেশজুড়ে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। শেষ পাওয়া খবরে ভারতের একাধিক রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫। মৃত্যু হয়েছে এক জনের। পরিস্থিতির জেরে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দেশের সমস্ত রাজ্যগুলি। বাদ গেল না যোগী রাজ্য উত্তরপ্রদেশ। শুক্রবার পরিস্থিতি মোকাবিলায় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে সরকার সিদ্ধান্ত নিল আগামী ২২ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ।
Chief Minister Yogi Adityanath: All schools, colleges, technical and vocational education institutes will remain closed till March 22. We will review the situation on March 22 and will take a decision whether to extend it or not. pic.twitter.com/QjokinNb4m
— ANI UP (@ANINewsUP) March 13, 2020
শুক্রবার রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে যোগী আদিত্যনাথ জানান, ভারতে করোনা হানা দিলেও উত্তর প্রদেশের পরিস্থিতি বর্তমানে আয়ত্বের মধ্যে রয়েছে। এটা নিয়ে অযথা আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই। এই মুহূর্তে মানুষের উচিত সচেতন থাকা এবং সতর্ক হওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার।’
এদিকে তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা ১১ জন। যার মধ্যে ৭ জন আগ্রার, ২ জন গাজিয়াবাদের এবং লখনউ ও নয়ডাতে একজন করে। আক্রান্ত ১১ জনের মধ্যে ১০ জনের পরীক্ষা করানো হয়েছে দিল্লিতে সাফদরজং হাসপাতালে। সেখানেই চলছে তাদের চিকিৎসা। এই প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ জানান, ‘করোনা ভাইরাস পরীক্ষার জন্য রাজ্যের ৫ টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। এখন থেকে সেখানেই হবে করোনা পরীক্ষা। পরিস্থিতি সামাল দিতে যা যা করণীয় তার সবটাই করা হচ্ছে।’