kolkata bengali news, urvashi rautela

মহানগর ওয়েবডেস্ক: কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঊর্বশী রওতেলা এবং প্রযোজক বনি কাপুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, বনি কাপুর অভিনেত্রীর কোমড়ে হাত দেন আর এরপরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় দুজনকে। নেটদুনিয়ায় নিমিষের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়। এই বিষয়ে অভিনেত্রী জানান, বনি স্যার খুব ভালো মানুষ। তাঁকে নিয়ে যা হচ্ছে তা মানা যায় না। উনি আমার কোমড়ে হাত দেননি। তিনি আমার সঙ্গে ভালোভাবেই সাক্ষাৎ করেছেন।

kolkata bengali news, bonny kapoor

সম্প্রতি এক সাক্ষাতকারে ঊর্বশী এই বিষয় নিয়ে মুখ খোলেন। তিনি বলেন,’যেভাবে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল তা দেখে খুব দুঃখ পেয়েছিলাম। একটি অনুষ্ঠানে বনি স্যারের সঙ্গে দেখা হয়। এরপর ক্যামেরার জন্য আমরা সবাই পোজ দিয়েছিলাম। আর সেই ছবিকেই ভুলভাবে দেখানো হয়। তিনি আমাকে একটি ছবি অফার দিয়েছিলেন, যেখানে কাজ করছিলেন তামিল স্টার অজিথ কুমার। কিন্তু ডেট ইস্যুর জন্য সেই ছবি করা হয়নি। আমি স্যারকে আগে থেকেই চিনতাম। যেহেতু তাঁর ছবিতে কাজ করতে পারিনি, তার মানে এই নয় ওনার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ওই বিয়ের অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলাম। সেখানে এসেছিলেন বনি কাপুরও। নব-দম্পতিদের সঙ্গে আমরা কথা বলালাম এবং সবাই মিলে ছবি তুললাম। কিন্তু যেই অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া হয়েছিল তা একেবারেই ঠিক ছিল না। আর এই কারণেই ঘটনা বড় আকার ধারণ করে।’

প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন ঊর্বশী রওতেলা। তিনি লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে এই ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে। বনি স্যার একজন ভদ্র মানুষ। এই খবরটা শোনা মাত্রই আঘাত পাই, ভেবে উঠতে পারছি না এই খবর কীভাবে তারা প্রকাশ করেছে। একবারও চিন্তাভাবনা করছেন না। কারও সম্মান নিয়ে কী করে আপনারা খেলতে পারেন? আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, এই কাজগুলো বন্ধ করুন। আমি বনি কাপুরকে সম্মান করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here