মহানগর ওয়েবডেস্ক: ‘ওয়ার’ ছবির টিজার এবং ট্রেলার দুটোই দর্শকদের পছন্দ হয়েছে। হৃত্বিক এবং টাইগারের অ্যাকশন সিন ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। তবে এই দুই হেভিওয়েট তারকাদের অভিনয়ে কোথাও যেন ফিকে হয়ে গেছেন বাণী কাপুর। ছবির লিড হিরোইন হলেও স্ক্রিনে খুব একটা দেখা যাইনি অভিনেত্রীকে। তবে এই বিষয়ে নিয়ে চিন্তা করতে একদমই নারাজ বাণী। অভিনেত্রী বলেছেন, ছবিতে তিনি মিস্টার ইন্ডিয়া, দর্শকদের এই ধাঁধা সমাধান করতে হবে।
সম্প্রতি এক সাক্ষাতকারে ছবির ট্রেলার এবং অভিনেত্রীর কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে বাণী বলেন, ‘এই সিনেমাটি মূলত হৃত্বিক এবং টাইগারের। আমি মানছি, ছবিতে আমার অংশ খুব ছোট আছে। কিন্তু তার গুরুত্ব কম এমনটা নয়। তাছাড়াও, পর্দায় তোমাকে কতক্ষণ দেখা যাচ্ছে তা খুব একটা তাৎপর্য্যপূর্ণ নয়। একজন ভালো অভিনেতা সবসময়ই উজ্জ্বল থাকবে।’
‘ওয়ার’-এর একটি গান ‘ঘুংরু টুট গায়ে’ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই গানটিতে হৃত্বিক এবং বাণীর কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। গানের শ্যুটিংয়ের সময় অভিনেত্রী বেশ কয়েকবার চোটও পেয়েছেন। চোট পাওয়া অবস্থাতেই গোটা গানের শ্যুটিং শেষ করেন তিনি। এই বিষয়ে বাণী আরও জানালেন,’খুব চ্যালেঞ্জিং ছিল। বেশ খাটতে হয়েছে। পোল ডান্স যে একদমই সহজ ছিল না তা বুঝতে পেরেছিলাম চোট পাওয়ার পর। সবকিছু মিলিয়ে দর্শকদের এত ভালবাসা পেয়ে ভালো লাগছে। মনে হচ্ছে, পরিশ্রম কাজে লেগেছে।’
ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর। পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটি হিন্দি, তামিল এববগ তেলেগুতে মুক্তি পাবে।