kolkata bengali news, vickey

মহানগর ওয়েবডেস্ক: গত মাসে করণ জোহরের পার্টিতে তারকারা মাদক সেবন করেছেন, এমনই অভিযোগ তোলেন শিরোমণি আকালি দলের নেতা মনজিনদর সিরসা। সাংসদের এই অভিযোগে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ার। তিনি অভিযোগ করেন, দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ানোর মতো তারকারা মাদক সেবন করেন। এঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। অভিনেতা বলেছেন, কোনও কিছু না জেনে মন্তব্য করা উচিত নয়। অনুমান কখনও কখনও ভুল প্রমানিত হয়।

এক সাক্ষাতকারে ভিকি জানান, ‘অনুমান ঠিক নয়। যারা তোমাকে জানে না বা চেনে না তারা অনেক কিছুই বলবে। সব কথায় কান না দিলেও চলে। এই বিষয় থেকে একটা জিনিস বুঝলাম যে,  কিছু মানুষের ভুল ধারণা থাকে আর সেটাকে তারা প্রমাণ করার চেষ্টা করে। সেটা তাদের ব্যাপার। আমরা প্রত্যেকেই তা করে থাকি। কিন্তু বিভ্রান্তিকর কথাবলা উচিত নয়। এতে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। সেদিন পার্টিতে আমরা সকলেই বেশ মজা করছিলাম। এমনকি আমাদের সঙ্গে বসে কথা বলছিলেন করণের মা। এরপর করণ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেন। পরের দিন আমি অরুণাচলের উদ্দেশে রওনা দিলাম। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল আমার। সেখানে কোনও নেটওয়ার্ক ছিল না, তাই এই সবের বিষয়ে কিছুই জানতাম না। ফিরে এসে দেখি এত বড় কাণ্ড হয়ে গেল।’

 

অভিনেতা আরও বললেন, ‘ফিরে এসে ট্যুইটার চেক করে দেখলাম এই কাণ্ড ঘটল। আমি ভাবলাম, ‘এটা আবার কী হল?’ ‘হচ্ছে টা কী’? এফআইআর, খোলা চিঠি কিছুই বুঝতে পারছিলাম না। মনে হয়েছিল গভীর সমুদ্রে পড়ে গিয়েছি। এই ঘটনার প্রভাব আমার ওপরে গভীরভাবে পড়েছে। এটা একেবারেই ভালো নয়, মানুষের সামনে আপনি ভুলভাবে তুলে ধরছেন। সোশ্যাল মিডিয়ায় কী ঘটছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here