kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘মিশন মঙ্গল’। ১২০ কোটির ব্যবসা করে ফেলেছে বিদ্যা বালন, অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু অভিনীত ছবিটি। মুক্তির প্রথমদিনেই ২৯ কোটির ব্যবসা করে ‘মিশন মঙ্গল’। তবে ১৪ বছরের ফিল্মি কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও খানের সঙ্গে কাজ করেননি বিদ্যা। যদিও সলমানের সঙ্গে ‘সালাম-এ-ঈশক’ ছবিতে জনের বিপরীতে দেখা গেলেও আর সেভাবে কোনও খানের ছবিতে কাজ করেননি অভিনেত্রী। তবে সাজিদ খানের ‘হে বেবি’ ছবিতে ক্যামিও করেছিলেন শাহরুখ খান, যেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যাকে। কিন্তু বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে প্রথম দেখার পরেই অভিনেত্রীর সঙ্গে ঘটে গেল এক আজব ঘটনা।

সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেত্রী এই বিষয় নিয়ে কথা বলেন। বিদ্যা বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে প্রথমবার দেখাটা আমার কাছে ফ্যান মোমেন্টের থেকে কম ছিল না। প্রথমবার আমার সঙ্গে তাঁর দেখা হয়েছিল ‘ওম শান্তি ওম’-এর একটি গানের শ্যুটিংয়ে। সেখানে প্রথমবার শাহরুখকে দেখে আমি থমকে যাই। এত সুন্দর, হ্যান্ডসাম দেখতে কোনও মানুষ হতে পারে। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল।’ অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছে বিদ্যার বহুদিনের, এই কথাও জানালেন তিনি। অভিনেত্রী বলেন, ‘যদি কোনও ভালো স্ক্রিপ্ট থাকে যেখানে আমরা দুজনেই থাকব তাহলে কাজ করাই যেতে পারে। তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here