মহানগর ওয়েবডেস্ক: বলিউডে বায়োপিকের জোয়ার বইছে। ট্রেন্ডে এখন বায়োপিকই রয়েছে তা বলাই যেতে পারে।মনমোহন সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদী সকলকেই সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালকেরা। তবে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কোন অভিনেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন তার খোঁজও শুরু করেছেন নির্মাতারা। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন বিদ্যা বালন। এমনকি এই খবরটি স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন এবং সেখানে তাঁকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে।
এর পাশাপাশি শোনা গিয়েছিল, তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিদ্যা। কিন্তু সেই খবরকে ভুল বলে জানিয়েছেন ছবির প্রযোজক। তিনি বলেন, ‘কোনও দিনই বিদ্যাকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়নি। আমাদের মনে হয়েছিল জয়ললিতার চরিত্রের জন্য কঙ্গনা একেবারেই পারফেক্ট। তাই এই ছবির অফার আমরা তাঁকেই দিয়েছিলাম। আমাদের টিম, পরিচালক, চিত্রনাট্য সকলেই এই বিষয়ে সহমত হয়েছেন এবং শেষে কঙ্গনাকে এই ছবির জন্য প্রস্তাব দেওয়া হয় এবং তিনি তাতে রাজি হয়ে যান।’
এক সাক্ষাতকারে কঙ্গনার বিষয়ে বিদ্যা জানান, ‘আমি খুব খুশি হলাম যে কঙ্গনা জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন। আমার মনে হয় তিনি পারবেন। জয়ললিতা এবং ইন্দিরা গান্ধী দুজনেই অসম্ভব ভালো রাজনীতিবিদ ছিলেন। তাঁদের কোনও তুলনা হয়না।’